বিনোদন ডেস্ক:
অমিতাভ বচ্চন : বিমানবন্দরে অমিতাভ বচ্চনকে সহজে দেখাই যায় না। এর কারণ, কোথাও আসা-যাওয়ার জন্য নিজস্ব বিমান ব্যবহার করেন তিনি। বলিউড শাহেনশাহকে মাঝেমধ্যে ওই বিমানে চড়তে দেখা যায়।
শাহরুখ খান : বলিউড বাদশাহ শাহরুখ খানেরও একটি নিজস্ব বিমান রয়েছে। নিরাপত্তা ও আরামের সঙ্গে তিনি কখনোই আপস করেন না।
মাধুরী দীক্ষিত : বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। যাতায়াতের সুবিধার জন্য তিনিও একটি প্রাইভেট জেট কিনেছেন।
সালমান খান : বলিউড সুপারস্টার সালমান খান। ব্যক্তিজীবনে তাকে নিয়ে যতই বিতর্ক হোক না কেন, বিলাসিতার ব্যাপারে তিনি কখনই আপস করেন না। নিজ বিমানেই বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি।
অজয় দেবগন : বলিউডের তারকাদের মধ্যে সর্বপ্রথম ৬ আসনের একটি বিমান কেনেন অজয় দেবগন। সেই বিমানে করেই ঘুরতে পছন্দ করেন তিনি।
অক্ষয় কুমার : বলিউডের অন্যতম চড়া পারিশ্রমিক নেওয়া অভিনেতা অক্ষয় কুমার। তার একটি নিজস্ব বিমান থাকবে নাÑ এটা কোনোভাবেই চিন্তা করা যায় না। ‘খিলাড়ি’ তারকা ২৫০ কোটি টাকা দামের একটি বিমানের মালিক।
প্রিয়াংকা চোপড়া : বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া প্রায়ই নিজস্ব বিমানে যাতায়াত করেন। শুটিংয়ের কাজে লসঅ্যাঞ্জেলেসে গেলেও ওই বিমানে করে যান প্রিয়াংকা।
সাইফ আলী খান : বলিউডের নবাব সাইফ আলী খান। ২০১০ সালেই ব্যক্তিগত বিমান কেনেন তিনি। সেই বিমানে করে তিনি স্ত্রী কারিনা কাপুরকে প্রায়ই বেড়াতে নিয়ে যান।
হৃত্বিক রোশান : বলিউডের অন্যতম স্টাইলিশ নায়ক হৃত্বিক রোশান। ঘুরতে ভালোবাসেন বলেই কিনে নিয়েছেন একটি চার্টার্ড বিমান। আর তাতে করেই ছেলের সঙ্গে ঘুরে বেড়ান এবং ব্যক্তিগত কাজেও তিনি এই বিমান ব্যবহার করে থাকেন।