শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

যেভাবে মাত্র ৪৫ মিনিটে কাবুল কব্জা করলো তালেবান

যেভাবে মাত্র ৪৫ মিনিটে কাবুল কব্জা করলো তালেবান

FILE - In this July 14, 2021 file photo, supporters of the Taliban carry their signature white flags after the Taliban said they seized the Afghan border town of Spin Boldaka across from the town of Chaman, Pakistan. In an interview with The Associated Press Thursday, July 22, 2021, Suhail Shaheen, Afghan Taliban spokesman and a member of the Taliban negotiation team, said the insurgent movement does not want to monopolize power, but there won't be peace until there is a new, negotiated government in Kabul and Afghan President Ashraf Ghani is removed. Shaheen said women will be allowed to work, go to school, and participate in politics but will have to wear the hijab, or headscarf. (AP Photo/Tariq Achkzai, File)

স্বদেশ ডেস্ক:

মাত্র ৪৫ মিনিটের আলোচনাতেই ক্ষমতা বদল হলো আফগানিস্তানে। প্রথমে পদত্যাগ, পরে দেশ ছেড়েই পালালেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। দুই দশক পর আবারো আফগানিস্তানে শুরু হচ্ছে তালেবান রাজত্ব। কাবুলে হামলা হবে না, এই শর্তেই তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছে আফগানিস্তান সরকারের।

ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্টের বাসভবনে গিয়েছিল তালেবান সংগঠনের একটি প্রতিনিধিদল। সেই দলের নেতৃত্বে ছিলেন তালেবানপ্রধান মোল্লা আবদুল গনি বারাদার।

কাতার এবং আমেরিকার কূটনীতিবিদরাও ছিলেন সেখানে। প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। সমঝোতা অনুযায়ী, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বারাদার গনি। গায়ের জোরে বা রক্তপাত ঘটিয়ে নয়, শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর চান তালেবান নেতারা। কাবুলের মূল শহরে ঢোকার আগেই সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছিলেন তালেবান মুখপাত্র। তালেবান বলছে, বিদেশিরা চাইলে কাবুল ছাড়তে পারেন। তবে আগামী দিনে কাবুলে থাকতে হলে তালেবান প্রশাসনের কাছে সব নথিপত্র জমা করতে হবে।

গতকাল রোববার সকাল পর্যন্ত দেশটির ৩৪ প্রদেশের মধ্যে ২৬টিই দখলে নেয় তালেবান। বিগত দুদিনে একে একে হেরাত, আয়বাক, গজনি, কান্দাহার, তালিকান ও কুন্দুজ দখল করেন তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তালেবান।

রোববার সকালে দক্ষিণের জালালাবাদে ওড়ে তালেবানি পতাকা। তার পরই কাবুল দখলের লক্ষ্যে চারদিক থেকে রাজধানী ঘিরে ফেলেন তালেবান যোদ্ধারা। বিনা রক্তপাতেই কাবুল দখল করে নেয় গোষ্ঠিটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877