মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

মেসিহীন বার্সার প্রথম জয়

মেসিহীন বার্সার প্রথম জয়

স্বদেশ ডেস্ক:

৫২৬ দিন পর ন্যু ক্যাম্পে ফিরলো দর্শক। অনেক দর্শকের গায়ে মেসি লেখা জার্সি। কিন্তু মেসি নেই মাঠে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখন যার নতুন ঠিকানা পিএসজি। বার্সা দর্শকদের মধ্যেও ছিল আক্ষেপ। দারুণ জয়ে সে আক্ষেপ উবে গেছে কাতালান ভক্তদের।

প্রায় দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ১৩টি শট নেয় বার্সেলোনা, যার আটটিই ছিল লক্ষ্যে। দ্বিতীয়ার্ধে গুছিয়ে ওঠা সোসিয়েদাদের ১১ শটের তিনটি ছিল লক্ষ্যে। ১৯ মিনিটে লিড নেয় বার্সা। ডান দিক থেকে মেমফিস ডিপাইয়ে ফ্রি কিকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন পিকে। বার্সেলোনার জার্সিতে এটি তার ৫০তম গোল, এর মধ্যে ২২টি হেডে।

বিরতির আগ মুহূর্তে ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে কোনাকুনি হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট (২-০)। ৫৯ মিনিটে স্কোর বেড়ে দাড়ায় ৩-০তে। জর্দি আলবার শট গোলরক্ষক ঠেকালেও বল হাতে রাখতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে জালে পাঠান ব্রাথওয়েট। লা লিগার ইতিহাসে প্রথম ডেনিশ ফুটবলার হিসেবে ম্যাচে জোড়া গোল করলেন তিনি। ৮২ মিনিটে লোবেতো একটি গোল শোধ করেন সোসিয়েদাদের হয়ে। খানিক পরই মিকেল ওইয়ারসাবাল দুর্দান্ত ফ্রি কিকে স্কোরলাইন করেন ৩-২। ম্যাচে আসে উত্তেজনা।

তবে পাঁচ মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে রবার্তো্র গোলে জয় একরকম নিশ্চিতই হয়ে যায় বার্সেলোনার।

অন্যদিকে শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে আটলেটিকো মাদ্রিদও। দিনের প্রথম ম্যাচে তারা কোররেয়ার জোড়া গোলে ২-১ ব্যবধানে হারায় সেল্টা ভিগোকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877