স্বদেশ ডেস্ক:
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন করোনায় এবং ৯ উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মমেক হাসপাতালে করোনা রোগী ভর্তি ৩৬৩ জন। গতকাল রোববার মারা গিয়েছিল ২৫ জন। এছাড়া বেসরকারি কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটে ভর্তি মোট ২৬ জন রোগী চিকিৎসাধীন।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে করোনায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোণার ১ জন রয়েছেন।
তারা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের শিরিনা (৫০) ও সিরাজ মিঞা (৫৫), ভালুকার মো. আমির আলি (৭০), নেত্রকোণার কেন্দুয়ার মো. জম্মাত আলি (৯০)।
এছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ময়মনসিংহের ৫ জন, নেত্রকোণার ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।
তারা হলেন- ময়মনসসিংহ সদরের সিরাজ (৭৬), রাশেদা (৭০), ধোবাউড়ার আয়েশা খাতুন (৭৫), ফুলপুরের গিয়াস উদ্দিন (৭৫), গফরগাঁওয়ের নজরুল ইসলাম (৬৫), সদরের রেনু আক্তার (৩৫), রতন মিঞা (৫০), জামালপুর সদরের মরিয়ম (৬৫), টাঙ্গাইল ঘাটাইলের সুকুর মাহমুদ (৮০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৬৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ রোগী। নতুন শনাক্ত ২০১ ও ভর্তি হয়েছেন ৪১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ৮৮ জন ও ১২ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭০৮ নমুনা পরীক্ষা করে ১১৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২১.০৪ শতাংশ এবং এর আগেরদিন ১৫ আগস্ট ছিল ২৭.১৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।
কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতাল বাংলাদেশ (সিবিএমসিবি) করোনা ইউনিটের মুখপাত্র ডা. খায়রুল ইসলাম সিজার জানান, ১৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সিবিএমসিবি করোনা ইউনিটে ভর্তি রোগী করোনায় ১১ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনসহ মোট ২৬ জন। তন্মধ্যে নতুন ভর্তি ৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।