স্বদেশ ডেস্ক:
আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানোর পর বাংলাদেশের কিছু মানুষ ঘর ছেড়েছে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ‘এখন পৃথিবী সাইবার নির্ভরশীল। এই মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা তাদের সব ধরনের তৎপরতা চালাচ্ছে, কর্মী সংগ্রহ করছে।’
তালেবানদের আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ পায়ে হেঁটে আফগানিস্তানে পৌঁছার চেষ্টা করছে, কিছু ভারতে গ্রেপ্তার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গিদের বিষয়ে বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে। কঠোর নজরদারি রয়েছে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।’
পুলিশ কমিশনার বলেন, ‘জঙ্গিদের ক্ষেত্রে ১৫ আগস্ট খুবই গুরুত্বপূর্ণ। এদিক বিবেচনা করে তারা সব ধরনের চেষ্টা করবে। আমরা মনে করি না, তাদের যে গ্রুপটি ধাপে ধাপে উন্নতি ঘটিয়েছে, তাদের পুরো গ্যাংটা ধরা পড়ে গেছে।’
এক প্রশ্নে তিনি বলেন, ‘তবে আমরা আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। সর্বোচ্চ মেধা এবং গুরুত্ব দিয়ে এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য আমরা তৎপর আছি।’
তিনি বলেন, ‘নিরাপত্তার প্রয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা সবাইকে মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশীর পর আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে। পাশপাশি তল্লাশী, ব্লক রেইড, চেকপোস্ট, ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কাজও চলবে।’
ধানমন্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান কেন্দ্রিক অনুষ্ঠানস্থল ও তার আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। সকালে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ নেতারা প্রবেশ করবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘পরে জনসাধারণের জন্য এসব জায়গা উন্মুক্ত করে দেওয়া হবে।’