স্বদেশ ডেস্ক:
আশুলিয়ায় তুচ্ছ ঘটনার জেরে দুই গ্ৰুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ গ্ৰামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বাসাইদ গ্ৰামে এক ব্যক্তির জমির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় নাজিম নামের এক ব্যক্তিকে। পরে নানা অনিয়মে জমির মালিক নাজিম মিয়াকে অব্যাহতি দিয়ে তার প্রতিবেশী সাইফুল ইসলামকে জমি দেখাশোনার দায়িত্ব দেন। এ নিয়ে উভয়ের লড়াইয়ে প্রথমে পারিবারিক দ্বন্দ্ব এবং পরে তা সংঘর্ষে রুপ নেয়। ওই সংঘর্ষে দুই গ্রুপের ১৫ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।