স্পোর্টস ডেস্ক :
বার্সেলোনায় লিওনেল মেসি নিজের জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। এ জন্য সেখানেই গড়ে তুলেছেন ঘরবাড়ি ও গাড়িসহ সবকিছু। এখন হঠাৎ করে বদলাতে হয়েছে এই শহর। বার্সেলোনার মায়া ত্যাগ করে পিএসজির হয়ে খেলতে নতুন করে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের প্যারিসে।
ক্লাবটির সঙ্গে চুক্তির পর থেকে প্যারিসের লে রয়্যাল মনচিআও হোটেলে থাকছেন মেসি। পিএসজি তাকে নতুন বাড়ি খুঁজে না দেওয়ার পর্যন্ত হোটেলেই থাকার কথা আর্জেন্টাইন তারকার। এই হোটেলটিতে থেকেছেন অনেক বিখ্যাত ব্যক্তিও। ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমিয়ে শুরুর দিকে ছিলেন মেসির বন্ধু নেইমার জুনিয়রও।
রয়্যাল মনচিআও হোটেলে থাকতে অবশ্য খরচ করতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থও। দৈনিক এই হোটেলের ভাড়া ১৭ হাজার পাউন্ড, যা বাংলাদেশি টাকার অঙ্কে ২০ লাখ (১৯ লাখ ৯৩ হাজার ৬৪৩ টাকা)।
মেসির জন্য আরও একটি সুযোগ রাখছেন তারই সতীর্থ কেলোয়ার সার্জিও রামোস। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের সাংবাদিক হুয়ান ইরিগোয়েন জানিয়েছেন, এক সময়ের প্রতিদ্বন্দ্বী মেসিকে তিনি নিজের বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
হুয়ান ইরিগোয়েন জানান, আগের শত্রুতা ভুলে মেসিকে রামোস আমন্ত্রণ জানিয়েছেন নিজের বাড়িতে থাকতে। তিনি বলেছেন, ‘তুমি যদি হোটেলে না থেকে কোনো বাসায় থাকতে চাও, চাইলে আমার বাসায় থাকতে পারো।’