স্বদেশ ডেস্ক:
গাজীপুর সিটি করপোরেশনের বাঙালগাছ এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। সোমবার সকাল ৮টার দিকে স্টেপ ফুটওয়্যার নামে এই কারখানার তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ মিয়া এ খবর জানিয়েছেন।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা হামিদ মিয়া বলেন, ‘আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তৈরি করে রাখা জুতা ও কাঁচামালে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই কিছু জুতা ও জুতা তৈরির কাঁচামাল পুড়ে গেছে।’
তাৎক্ষণিকভাবে তিনি আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ বলতে পারেননি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।