রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
সৌদি আরবে হামাস নেতার ১৫ বছরের কারাদণ্ড

সৌদি আরবে হামাস নেতার ১৫ বছরের কারাদণ্ড

স্বদেশ ডেস্ক;

সৌদি আরবের একটি আদালত হামাস নেতা মো. আল-খুদারিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

হামাসের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা মো. আল-খুদারির বিরুদ্ধে রোববার আদালত এ রায় ঘোষণা করেন। খবর আনাদোলুর।

আল-খুদারির ভাই আবদেল মাজেদ আল-খুদারি জানান, আদালত তার ভাইয়ের সাজা অর্ধেক কমিয়েছে। মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আজ তাকে এ দণ্ড ভোগ করতে হচ্ছে।

আদালত মো. আল-খুদারির ছেলে হানি আল-খুদারিকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ মো. আল-খুদারিসহ তাদের সংগঠনের ৬০ জনকে গ্রেফতার করেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হামাস নেতাদের মানবাধিকার নিশ্চিত করা হবে।

সৌদি আরবে নেতাকর্মীদের গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হামাস নেতারা।

২০১৯ সালের ৪ এপ্রিল ছেলেসহ গ্রেফতার ৮৩ বছর বয়সি হামাস নেতা আল-খুদারিকে গ্রেফতার করায় সৌদি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, মিথ্যা অভিযোগে ক্যান্সারে আক্রান্ত একজন নেতাকে সাজা দিচ্ছে সৌদি আরব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877