স্বদেশ ডেস্ক;
সৌদি আরবের একটি আদালত হামাস নেতা মো. আল-খুদারিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।
হামাসের সৌদি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা মো. আল-খুদারির বিরুদ্ধে রোববার আদালত এ রায় ঘোষণা করেন। খবর আনাদোলুর।
আল-খুদারির ভাই আবদেল মাজেদ আল-খুদারি জানান, আদালত তার ভাইয়ের সাজা অর্ধেক কমিয়েছে। মজলুম ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আজ তাকে এ দণ্ড ভোগ করতে হচ্ছে।
আদালত মো. আল-খুদারির ছেলে হানি আল-খুদারিকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছে।
ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাস জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ মো. আল-খুদারিসহ তাদের সংগঠনের ৬০ জনকে গ্রেফতার করেছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে হামাস নেতাদের মানবাধিকার নিশ্চিত করা হবে।
সৌদি আরবে নেতাকর্মীদের গ্রেফতার ও কারাদণ্ড নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি হামাস নেতারা।
২০১৯ সালের ৪ এপ্রিল ছেলেসহ গ্রেফতার ৮৩ বছর বয়সি হামাস নেতা আল-খুদারিকে গ্রেফতার করায় সৌদি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
লন্ডনভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, মিথ্যা অভিযোগে ক্যান্সারে আক্রান্ত একজন নেতাকে সাজা দিচ্ছে সৌদি আরব।