স্বদেশ ডেস্ক:
কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর শহরে গতকাল দুপুরে শাহজাহান সাজু নামের এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর পৌনে ১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফের উত্তেজনা বিরাজ করছে বসুরহাটে।
তবে কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার গুলির বিষয়টি নিশ্চিত করেননি। তিনি বলেছেন, শাহাজাহান সাজু তার বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আর উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব আলম মঞ্জু দাবি করেছেন, সাজুকে গুলি করেছে মেয়র কাদের মির্জার সমর্থকরা। কাদের মির্জার ব্যক্তিগত সহকারী স্বপন মাহমুদ বলেছেন, তাদের কোনো লোক সাজুকে গুলি করেনি।
দীর্ঘ চার মাস ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে দলীয় অন্তর্কোন্দল চলছে। গতকাল গুলিবিদ্ধ সাজু বাদল গ্রুপের লোক।
উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব আলম মঞ্জু অভিযোগ করেন, সাজু আমাদের কর্মী। তাকে দুপুর পৌনে ১টার দিকে কাদের মির্জার সমর্থক জিসান, মাসুদ, রাসেল ৬ রাউন্ড গুলি করেন। একটা গুলি তার মাথায় লাগে ও ৫ রাউন্ড গুলি তার পায়ে লাগে। প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকায় নেওয়া হয়েছে।
মেয়র আবদুল কাদের মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যক্তিগত সহকারী স্বপন মাহমুদ বলেন, সাজু বাদল গ্রুপের কর্মী। আমাদের কোনো লোক তাকে গুলি করেনি। তার কাছে টাকা পাবে কিছু লোক। সেই টাকার জন্য তাকে পাওনাদাররা গুলি করে থাকতে পারে।