রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
যুবলীগকর্মী গুলিবিদ্ধ, বসুরহাটে ফের উত্তেজনা

যুবলীগকর্মী গুলিবিদ্ধ, বসুরহাটে ফের উত্তেজনা

স্বদেশ ডেস্ক:

কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর শহরে গতকাল দুপুরে শাহজাহান সাজু নামের এক যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। দুপুর পৌনে ১টার দিকে ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফের উত্তেজনা বিরাজ করছে বসুরহাটে।

তবে কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার গুলির বিষয়টি নিশ্চিত করেননি। তিনি বলেছেন, শাহাজাহান সাজু তার বাড়ির দরজায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আর উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব আলম মঞ্জু দাবি করেছেন, সাজুকে গুলি করেছে মেয়র কাদের মির্জার সমর্থকরা। কাদের মির্জার ব্যক্তিগত সহকারী স্বপন মাহমুদ বলেছেন, তাদের কোনো লোক সাজুকে গুলি করেনি।

দীর্ঘ চার মাস ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল গ্রুপের মধ্যে দলীয় অন্তর্কোন্দল চলছে। গতকাল গুলিবিদ্ধ সাজু বাদল গ্রুপের লোক।

উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুব আলম মঞ্জু অভিযোগ করেন, সাজু আমাদের কর্মী। তাকে দুপুর পৌনে ১টার দিকে কাদের মির্জার সমর্থক জিসান, মাসুদ, রাসেল ৬ রাউন্ড গুলি করেন। একটা গুলি তার মাথায় লাগে ও ৫ রাউন্ড গুলি তার পায়ে লাগে। প্রথমে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঢাকায় নেওয়া হয়েছে।

মেয়র আবদুল কাদের মির্জা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। তার ব্যক্তিগত সহকারী স্বপন মাহমুদ বলেন, সাজু বাদল গ্রুপের কর্মী। আমাদের কোনো লোক তাকে গুলি করেনি। তার কাছে টাকা পাবে কিছু লোক। সেই টাকার জন্য তাকে পাওনাদাররা গুলি করে থাকতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877