স্বদেশ ডেস্ক: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু করোনায় মারা গেছেন ১১ জন। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।
তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন, করোনা ওয়ার্ডে দুজন এবং অন্যান্য জেলায় করোনায় ৯ জনের মৃত্যুসহ গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে।
ওই হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৮০ জন চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ২১২ জন করোনা পরীক্ষা করান, এর মধ্যে ৬৩ জনের পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।