রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে করোনা ও উপসর্গে আরও ২০ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু করোনায় মারা গেছেন ১১ জন। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯৬ জনে। মোট আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৪১ জন।
বিভাগে মোট এক হাজার ৬৪২টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৪৭৯ জন। শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ। বিভাগীয় সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৯ জন, করোনা ওয়ার্ডে দুজন এবং অন্যান্য জেলায় করোনায় ৯ জনের মৃত্যুসহ গত ২৪ ঘণ্টায় বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজামান শাহীন জানান, শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ও উপসর্গ নিয়ে মোট এক হাজার ২১০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

ওই হাসপাতাল পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৮০ জন চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ২১২ জন করোনা পরীক্ষা করান, এর মধ্যে ৬৩ জনের পজিটিভ ফল এসেছে। শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877