স্বদেশ ডেস্ক;
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৈকুলিতে কটন এম হোসেন স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন।
এরশাদ হোসেন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে আমাদের ১৪টি ইউনিট। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভেতরে আমাদের সার্চিং অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রূপগঞ্জের মৈকুলিতে কটন এম হোসেন স্পিনিং মিলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।