বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

স্বদেশ ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। এই সফরে অজিদের ভিন্ন আবদার মিটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে ম্যাচ। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সফরকারীদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন মাহমুদউল্লাহরা। ঘরের মাঠে সিরিজ জেতার আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ। তবে এই সিরিজে খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার কথা ভাবছে অজিরা।

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অস্ট্রেলিয়া। এই সফরে অজিদের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। সিরিজ জয়ের চেয়ে অন্য বিষয়গুলোতেই বেশি নজর দিচ্ছেন তিনি। তার মতে, ‘আমার মনে হয়, আমি মিডল অর্ডারে ব্যাট করব। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারেই ব্যাট করব এবং সেখানে কয়েকটি ম্যাচ খেলব। এরপর বিশ্বকাপের জন্য যদি টপ অর্ডারে যেতে হয়, সেটি তো পারবই। এখানে ব্যাপারটি হলো মিডল অর্ডারে একটু সময় কাটানো ও অভ্যস্ত হওয়া।’

সিরিজ জয়ের দিকে নজর দিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের দলের জন্যও বড় সুযোগ, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ আমাদের দক্ষতা দেখানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা ঘরের মাটিতে শক্তিশালী একটি দল। চেষ্টা করব যেন নিজেদের প্রমাণ করতে পারি।’

তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি টি-টোয়েন্টি ক্রিকেটটাই এমন। আপনি র‍্যাংকিংয়ের যত ওপরের দলই হোক না কেন; যদি আপনি নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারেন, তাহলে আপনি যে কাউকেই হারাতে পারেন। হ্যাঁ, তাদের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় আসেনি। একই সময় আমাদেরও কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের আমরা মিস করছি। আমরা লিটনকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশফিককে মিস করছি। ’

সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877