স্বদেশ ডেস্ক: সেপ্টেম্বর-অক্টোবরে ইংলিশদের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইসিবি) ক্রিকেট বোর্ড। মূলত আইপিএলের সময় সিরিজটি আয়োজন করলে বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাবে না তারা। যার কারণে এমন সিদ্ধান্ত নেয় ইসিবি। তবে সিরিজটি পরবর্তী ১৮ মাসে আয়োজনের বাধ্যবাধকতা থাকায় ২০২৩ সালে মার্চে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে ইসিবি।
আজ মঙ্গলবার দুপুরে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকেটইনফো বিষয়টি নিশ্চিত করেছে। দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নিয়েছে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসবে তারা। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে সফর, ম্যাচগুলো হবে মিরপুর ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে। আগের সূচি অনুযায়ী সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি, তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।