স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) জেলার তিনটি হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে। ২৬ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৮ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন বলে জানা গেছে।
করোনায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন বগুড়ার বাসিন্দা। তারা হলেন- আদমদীঘি উপজেলার মোমেনা বেগম (৬০), শাজাহানপুরের আব্দুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫), সদর উপজেলার জয়নুল আবেদীন (৭১), মতিউর রহমান (৬০), বজলার রহমান (৭৫) ও বাধন চন্দ্র দাস (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)।
বগুড়ায় এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জনে। আজ সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিনও এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনা পরীক্ষা হয়। এতে ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।’
ডা. তুহিন আরও জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯৩ জন। জেলায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। এ ছাড়া জেলায় ১ হাজার ৪৮৪ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।