বিনোদন ডেস্ক:
পর্ন ছবি তৈরি ও মোবাইল অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেপ্তার করা হন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। তারপর থেকেই তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে। তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একাধিক মডেল-অভিনেত্রীরা। এবার শিল্পার স্বামীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে একটি ব্যবসায়িক কাজে রাজের সঙ্গে কথা হয় শার্লিন চোপড়ার। আর ওই সময় রাজ কুন্দ্রর হাতে যৌন হয়রানির শিকার হন- এই অভিযোগ করেছেন তিনি। রাজ কুন্দ্রের গ্রেপ্তার হওয়ার জের ধরেই এবার মুম্বাই পুলিশের কাছে গিয়ে সশরীরে বিবৃতি দিয়েছিন শার্লিন।
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে শার্লিন জানান, শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার ম্যানেজারের সঙ্গে দেখা করতে এসেছিলেন ব্যবসায়িক একটি প্রস্তাব নিয়ে আলোচনা করতে। এ সময় রাজ তার বাসায় না জানিয়েই হুট করে ঢুকে পড়েন এবং এর আগে তাদের মধ্যে উত্তপ্ত কিছু এসএমএস বিনিময় হয়েছিল। সেটার জেরেই শিল্পার স্বামী আচমকা শার্লিনকে চুমু খেতে শুরু করেন। শার্লিন বাধা দিলেও রাজ তাতে পাত্তা দেননি।
শার্লিন আরও জানান, রাজকে তিনি বলেছিলেন তার মতো বিবাহিত পুরুষের সঙ্গে কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছে নেই তার। উত্তরে রাজ কুন্দ্রা জানান, শিল্পার সঙ্গে তার সম্পর্কটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। এ নিয়ে তিনি বেশ মানসিক চাপে আছেন। ওই ঘটনার সূত্র ধরে এ বছরের এপ্রিলে রাজ কুন্দ্রার বিরুদ্ধে একটি এফআইআর করেছিলেন শার্লিন চোপড়া।
এর আগে রাজ কুন্দ্রার বিরুদ্ধে পর্নকাণ্ডে জেল খাটা অভিনেত্রী গেহানা বশিষ্ঠ দাবি করেন, ‘রাজ তার নিজের শ্যালিকা শমিতা শেঠিকেও অভিনয়ের প্রস্তাব দেন। বলিফেম নামে একটি নতুন অ্যাপ লঞ্চ করার ইচ্ছা ছিল রাজের, যেখানে ভিডিও, মিউজিক ভিডিও, ছবি, ওয়েব সিরিজ দেখা যাবে। এই অ্যাপেরই একটি ছবিতে শ্যালিকা শমিতাকে অভিনয়ের প্রস্তাব দেন রাজ।’
এদিকে স্বামীর কর্মকাণ্ডে বেকায়দায় পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠিও। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদও করেছে।