রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

বগুড়ায় করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

বগুড়ায় তিনটি হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার মাহফুজুর রহমান (৬৯), গৌরী পাল (৭০), রুনা হক (৫২), সুফিয়া খানম (৭০) ও অজিয়ার রহমান (৫৫) এবং শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)। এ ছাড়া অপর দুজনের মধ্যে একজন সিরাজগঞ্জ এবং অন্যজন লালমনিরহাট উপজেলার বাসিন্দা।

বগুড়ায় করোনা শনাক্ত কিছুটা কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনায় নতুন করে আরও ১০৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এ ছাড়া একই সময়ে করোনা থেকে ১৬৫ জন সুস্থ হয়েছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন এবং ৫৫১ জন মারা গেছেন। এ ছাড়া জেলায় ১ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877