রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে আরও ১৫৩ জন হাসপাতালে, ঢাকাতেই ১৫০

ডেঙ্গু নিয়ে আরও ১৫৩ জন হাসপাতালে, ঢাকাতেই ১৫০

স্বদেশ ডেস্ক:

রাজধানীতে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন।

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে ডেঙ্গুতে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর মোট ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫৪ জন। মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৬ জন। গত জুনে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। আর মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

হাসপাতালে ভর্তি অধিকাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে এখনো ৫৬৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877