বিনোদন ডেস্ক: ফেরদৌসের ভালো অভিনয়ের গুণে দুই বাংলাতেই পরিচিত এই টালিউড অভিনেতা। সম্প্রতি ঋতুপর্ণা তার নিজের প্রযোজিত ‘দত্তা’ ছবিতে অভিনয়ের জন্য ফেরদৌসকে চুক্তিবদ্ধ করান। নির্মল চক্রবর্তী পরিচালিত ছবিটির কাজ ২০ শতাংশ হওয়ার পর বন্ধ হয়ে আছে।
মাস দুয়েক আগে ফেরদৌস কলকাতায় অনাকাক্সিক্ষতভাবে ভারতের লোকসভা নির্বাচনে একটি নির্দিষ্ট দলের হয়ে প্রচারণায় অংশ নেন। তাতেই বাধে বিপত্তি। ভারতীয় দূতাবাসের কালো তালিকাভূক্ত হয়ে ফেরদৌস শুটিং ফেলে দেশে ফিরে আসেন। শধু তাই নয়, তার ভিসাও বাতিল করা হয়। এদিকে এই ছবির শুটিং এখনো ৮০ ভাগ বাকি। গত জুন মাসে ছবির পুনরায় শুটিং শুরুর কথা ছিল। কিন্তু ফেরদৌসের সেই জটিলতা না কাটায় ওই সময়ে শুটিং শুরু হয়নি। নির্মল চক্রবর্তী চাইছেন, ফেরদৌসকে নিয়েই ছবিটি শেষ করতে। তাকে ছবি থেকে বাদ দেয়ার কথা মোটেই ভাবছেন না। কারণ তিনি মনে করছেন, অচিরেই এই জটিলতা কাটিয়ে ফেলবেন ফেরদৌস।