স্বদেশ ডেস্ক:
করোনার কারণে এবার সীমাবদ্ধতার মধ্যেই উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এর সাথে যুক্ত হয়েছে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঈদের দিন থাকতে পারে বৃষ্টি। তাই বলাই যায়, করোনা ও বৃষ্টিতেই এবারের ঈদ কাটতে যাচ্ছে।
সোমবার আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঈদের দিন সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তিন থেকে চার দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে।
এ ছাড়া গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।