শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

শুরু হলো পোশাকশ্রমিকদের টিকাদান

শুরু হলো পোশাকশ্রমিকদের টিকাদান

স্বদেশ ডেস্ক;

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কর্মসূচি অংশ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে কারখানা শ্রমিকদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ রোববার বেলা ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবড়িতে তুসোকা গার্মেন্টসে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কারখানা শ্রমিকদের এই টিকাদান কর্মসূচি শুরু করা হলো। প্রথম পর্যায়ে ৪টি কারখানার ১২ হাজার শ্রমিক কর্মচারি টিকা পাবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি কারখানায় শ্রমিকদের এভাবে টিকা দেওয়া হবে। এ ব্যপারে সকলের সহযোগিতা প্রয়োজন।‘ তিনি শ্রমিকদের টিকাদান কর্মসূচি গাজীপুর সিটিতে উদ্বোধন করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি মানুষ টিকা পাবে। টিকা নেওয়ার ক্ষেত্রে বয়সের সীমা তুলে দেওয়ায় ভালো হয়েছে। শ্রমিকরা আজ থেকে শুধুমাত্র এনআইডি কার্ডের ফটোকপি দেখিয়েই টিকা নিতে পারবে। আজ গাজীপুরে চারটি কারখানায় টিকা দেওয়া চলছে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, সিটি কর্পোরেশনের সিইও মো. আমিনুল ইসলাম, বিজিএমইএ’র সভাপতি মো. ফারুক হোসেন, সহসভাপতি মো. নাসির উদ্দিন, তুসোকা গ্রুপের সহব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, পরিচালক দেলোয়ার হোসেন, ইকবাল কবির, এম এন এস এর কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. রমেশ প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877