স্বদেশ ডেস্ক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো হচ্ছে হাজারো মানুষ। ইতিমধ্যে ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশে রওনা হয়েছেন তারা। এতে করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পারের অপেক্ষায় রয়েছে দুই হাজারেরও বেশি যানবাহন। দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহনের চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
আজ শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ থেকে পাটুরিয়া ঘাটে অন্তত দুই হাজারেরও বেশি যানবাহন পারের অপেক্ষায় আছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষের ভিড় বেড়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়ার ঘাট এলাকায় যানবাহনের চার কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ সারি দেখা দিয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা আরও বাড়ছে।
জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট নৌরুটে ১৮টি ফেরি চলাচল করছে। যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। যাত্রীরা জানান, বাসে অতিরিক্ত ভাড়া দিয়েও অন্যজনের সঙ্গে পাশাপাশি বসতে হয়েছে। আবার ঘাটে এসে পড়তে হয়েছে ভোগান্তিতে। ৬-৭ ঘণ্টা অপেক্ষা করছেন জানিয়ে অনেকে বলেন, কখন ফেরি ধরা যাবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এ বিষয়ে ঘাটের ব্যবস্থাপক মো. সালাম মিয়া জানান, যানবাহনের চাপের কথা চিন্তা করে সবগুলো ফেরি পরিচালনা করা হচ্ছে। কর্মচারী ও কর্মকর্তারা অতিরিক্ত সেবা দিয়ে যাচ্ছেন। পরিবহন এবং ছোট ও জরুরি যানবাহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।