স্বদেশ ডেস্ক:
খেলতে গিয়ে আট বছর বয়সী এক শিশু ৪০ ফুট গভীর কুয়ায় পড়ে যায়। তাকে উদ্ধারে গ্রামবাসী কুয়ার কাছে ভিড় করলে দেয়াল ধসে কুয়ার ভেতরে পড়ে যান আরও ৪০ জন। এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
ভারতের মধ্যপ্রদেশের বিদিশা জেলার গঞ্জবাসোদা গ্রামে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, খেলতে গিয়ে ওই শিশু গভীর কুয়ায় পড়ে যায়। তাকে উদ্ধার করতে গ্রামবাসীরা কুয়ার কাছে ভিড় করেন। এক পর্যায়ে দেয়াল ধসে আরও ৪০ জন কুয়ায় পড়ে যান। এই ঘটনায় চার জন নিহত হয়েছেন। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করলেও এখনো অনেকে সেখানে আটকা পড়েছেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান বলেন, ‘ঘটনাস্থলে থাকা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও উদ্ধার অভিযানে নজর রাখছি। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বিদিশার দায়িত্বে থাকা মন্ত্রী বিশ্বাস সারেং সারারাত ঘটনাস্থলে ছিলেন। তিনি উদ্ধারকর্মীদের কাজ তদারক করেছেন।
নিহতদের পরিবার প্রতি ৫ লাখ এবং আহতদেরকে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। আট বছর বয়সী ওই শিশু এখনো উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।