স্বদেশ ডেস্ক:
নরসিংদীতে কাভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জ জেলার বাংলাবাজার দেওয়ানগঞ্জ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার বটেশ্বর গ্রামের হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার মোজাফর হোসের ছেলে চাঁন মিয়া (৫৫)।
পুলিশ জানিয়েছে, পাঁচদোনা থেকে একটি কাভার্ডভ্যান টঙ্গীর দিকে যাচ্ছিল। পথে পাঁচদোনা টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের সামনের অংশে ঢুকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, ‘দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে।’