শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিধি-নিষেধের ১১তম দিনে ঢাকায় ৭০৮ জন গ্রেফতার

বিধি-নিষেধের ১১তম দিনে ঢাকায় ৭০৮ জন গ্রেফতার

স্বদেশ ডেস্ক;

করোনা সংক্রমণ রোধে বিধি-নিষেধের ১১তম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৭০৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮৪ জনকে ৫ লাখ ৩৮ হাজার ৬৮০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডিএমপি ট্রাফিক বিভাগ ২৪৪টি গাড়িকে ৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর বিধি-নিষেধ জারি করে সরকার। আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধি-নিষেধ।
সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877