শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গভীর রাতে সৈকতে ২৫ রোহিঙ্গা আটক

গভীর রাতে সৈকতে ২৫ রোহিঙ্গা আটক

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করেছে সেনাবাহিনী ও এপিবিএন পুলিশ সদস্যরা। গতকাল শনিবার গভীর রাতে টেকনাফের শামলাপুর সমুদ্র সৈকতের উত্তর-দক্ষিণ ঘাট থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা সরকারের নির্দশনা অমান্য করে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছিল বলে জানা গেছে।

কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, ‘টেকনাফ মেরিন ড্রাইভে গভীর রাতে রোহিঙ্গাদের একটি দলের অবস্থানের খবরে আমরা সেখানে যৌথ অভিযান করি। এ সময় শামলাপুরের উত্তর-দক্ষিণ ঘাটের সৈকত এলাকা থেকে ২৫ রোহিঙ্গাকে আটক করা হয়। তারা সবাই বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে আটক রোহিঙ্গারা ক্যাম্প থেকে বেরিয়ে সমুদ্রে মাছ শিকারে যাচ্ছিল। তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হয়েছে। পাশপাশি ওই দুই ঘাটের সভাপতি ও সাধারণ সম্পাদককে সর্তক করা হয়েছে যাতে রোহিঙ্গাদের মাছ শিকার কাজে ব্যবহার করা না হয়। তারা যদি এ নির্দেশনা অমান্য করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877