বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আগামীকাল রহস্য উন্মোচন করবেন জয়া!

আগামীকাল রহস্য উন্মোচন করবেন জয়া!

বিনোদন ডেস্ক:

কলিং বেল বাজছে। ক্লিও নামে কাউকে চিৎকার করে ডাকছেন জয়া আহসান। এরপর টেবিলে পড়ে থাকা একটি চিরকুট ও ছুরি নজরে পড়ে তার। চিরকুটে লেখা রয়েছে, ক্লিও কই? এরপর আতঙ্কিত জয়া। পর মুহূর্তে তাকে একসঙ্গে অনেক সংবাদকর্মী ঘিরে ধরে এবং প্রশ্ন করে, নায়িকা হত্যা রহস্যের ব্যাপারে আপনি (জয়া) কী জানেন?

গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শেয়ার করা ভিডিওটি যেকোনো ছবি বা সিরিজের টিজার, সেটি ভালোভাবেই বোঝা যাচ্ছে। কিন্তু এটি আসলে কিসের টিজার? আর কোন নায়িকার হত্যার কথা জানতে চাইছে সাংবাদিকরা? এসবের রহস্যের উত্তর মিলবে আগামীকাল সোমবার রাতে-এমনটাই জানিয়েছেন জয়া।

জয়া আহসান জানান, নতুন কোনো ফিল্ম? সিরিজ? নাকি অন্যকিছু? জানা যাবে ১২ জুলাই, রাত ৮টায়। আর সঙ্গে তিনি হ্যাসট্যাগে জুড়েছেন মেড ইন বাংলাদেশ ফর দ্য ওয়ার্ল্ড।

এরই মধ্যে জয়ার শেয়ার করা ভিডিওতে লাইক পড়েছে ১৭ হাজার। কমেন্ট পড়েছে পাঁচ শতাধিক। আর এটি শেয়ারও করেছেন বহুজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877