মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

দশ লাখের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ

দশ লাখের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ

স্বদেশ ডেস্ক: বাংলাদেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা। সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে ২৯ তম এবং এশিয়ায় সপ্তম অবস্থানে রয়েছে। এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে কেবল ভারত, তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও ইরাক।

দেশে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এর মধ্য দিয়ে সরকারি হিসেবেই এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৪৩ জন। আর এর মধ্য দিয়ে নতুন আরেকটি মাইলফলক অতিক্রম করেছে বাংলাদেশ। যদিও সেটা ইতিবাচক কিছু নয়। নিজ জনগোষ্ঠীর মধ্যে ১০ লাখের বেশি আক্রান্ত হওয়া দেশগুলোর ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আর মাত্র ২৮ টি দেশ এ তালিকায় রয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত আটটা পর্যন্ত হালনাগাদ করা নতুন সংক্রমণের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বে চতুর্থ।

বাংলাদেশের আগে আছে কেবল রাশিয়া, ইরান ও ইন্দোনেশিয়া।

এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৮ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৯৮৩। এদের মধ্যে ৪০ লাখ ২৯ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৯১২ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877