স্বদেশ ডেস্ক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ২ জন ও উপসর্গে ১৮ জন মারা যান। মৃতদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৭ জন। তাদের অধিকাংশের বয়স ৩৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
হাসপাতালের পরিচালক বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর তিনজন, পাবনার চারজন এবং কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে রয়েছেন।
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৮ জন এবং উপসর্গ নিয়ে ২৬২ রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিল ৪৭০ রোগী।