বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

সিলেটে করোনায় আক্রান্তের রেকর্ড

সিলেটে করোনায় আক্রান্তের রেকর্ড

স্বদেশ ডেস্ক: সিলেটে মঙ্গলবার রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ দিন করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৯১, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জনের করোনা শনাক্ত হয়।
এ দিনে করোনায় মারা গেছেন দুইজন রোগী। গত বছরের মার্চ থেকে এ বছরের ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877