রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

ব্রাজিলের মুখোমুখি চিলি, ম্যাচটি কখন, কীভাবে দেখবেন

ব্রাজিলের মুখোমুখি চিলি, ম্যাচটি কখন, কীভাবে দেখবেন

স্বদেশ ডেস্ক:

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল। গ্রুপ পর্বে অপরাজিত থাকা নেইমার-ফিরমিনোরা চিলির বাধা টপকাতে পারলেই উঠে যাবে সেমিফাইনালে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনেরিওতে ব্রাজিলের মুখোমুখি হবে চিলি। এর আগের রাত ৩টায় মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে। বাংলাদেশে সরাসরি খেলাটি দেখা যাবে ভারতীয় চ্যানেল সনি নেটওয়ার্কে।

ব্রাজিলের বিপক্ষে মাঠে ফিরছেন চিলি তারকা ফরোয়ার্ড আলেক্সি সানচেজ। চোট কাটিয়ে ব্রাজিলের ম্যাচ দিয়ে মাঠ ফিরবেন তিনি। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বিশ্রাম কাটিয়ে মাঠে ফিরবেন আক্রমণের ত্রাতা নেইমার জুনিয়র, ডিফেন্ডার থিয়াগো সিলভা ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। এছাড়াও ইকুয়েডরের বিপক্ষে শেষ সময়ে মাঠে নামা ব্রাজিলিয়ান অধিনায়ক ক্যাসেমিরো থাকবেন শুরুর একাদশে।

ব্রাজিলের বিপক্ষে চিলির ইতিহাস নিতান্তই খারাপ। এখন পর্যন্ত সেলেসাওদের সঙ্গে ৭২ বারের দেখায় ৫১টি ম্যাচে হেরেছে তারা। সেই তুলনায় ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ৮টি। বাকি ১৩ ম্যাচে ড্র। কোপার এই আসরে গ্রুপ পর্বে তিন জয় আর এক ড্র নিয়ে চ্যাম্পিয়ন হয়ে শেষ আট উঠে আসে ব্রাজিল। অন্য দিকে গ্রুপ পর্বে কেবল বলিভিয়াকে হারাতে পেরেছিল চিলি।ৎ

সম্ভাব্য ব্রাজিল একাদশ : অ্যালিসন বেকার, এমারসন, ইডার মিলিটাও, মারকুইনহোস, অ্যালেক্স স্যান্ড্রো, লুকাস পাকুয়েটা, ক্যাসিমোরা, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো ও নেইমার।

সম্ভাব্য চিলি একাদশ : ক্লোদিও ব্রাভো; মৌরিসিও ইসলা, গ্যারি মেডেল, গিলারমো মেরিপান, ইউজিনিও মেনা; আর্টুরো ভিদাল, এরিক পালগার, সানচেজ, জিন মেনেসিস; ফিলিপ মোরা ও এডুয়ার্ডো ভার্গাস।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877