শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিলেট শহর নিয়ে চিন্তা

সিলেট শহর নিয়ে চিন্তা

‍স্বদেশ ডেস্ক: সীমান্ত এলাকা হলেও সিলেটের গ্রাম এলাকায় এখনো ‘ভয়ঙ্কর’ হয়ে উঠেনি মহামারি করোনা। বিশেষ করে সীমান্ত
এলাকার গ্রামগুলোতে এখনো করোনা ব্যাপকভাবে সংক্রমণ করেনি। নগর ও আশপাশ এলাকা কেন্দ্রিক করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেশি। শহরের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও। তারা জানিয়েছেন- গ্রামকে করোনার হাত থেকে রক্ষা করতে
হলে এখনই করোনার ব্যাপক ট্রান্সমিশন কমাতে হবে। বিশেষ করে গ্রামের মানুষকে শহর থেকে বিচ্ছিন্ন করতে হবে। উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে গ্রামে গ্রামে করোনা তাণ্ডব চালাচ্ছে। সীমান্ত এলাকা হলেও সিলেটে এখনো তার ব্যতিক্রম।

সিলেটে করোনা সংক্রমণ যা হচ্ছে সবই শহর কেন্দ্রিক। আর শহর কেন্দ্রিক করোনার ভয়াবহ ট্রান্সমিশনের জন্য মানুষের অবাধে চলাচলকে দায়ী করা হচ্ছে। কারণ- সিলেট শহর এখন আগের চেয়ে অনেক ব্যস্ত শহর। মানুষের গিজ-গিজ বেড়েছে। এই অবস্থায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারে চরম অনীহা। সব কিছু স্বাভাবিক থাকার কারণে সিলেট শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। এজন্য করোনার লাল তালিকায় রয়েছে সিলেটের অবস্থান। সিলেটের অপর তিন জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জেও করোনার সংক্রমণ শহর কেন্দ্রিকই বেশি। গ্রামের মানুষের মধ্যে সংক্রমণ যেমন কম তেমনি করোনা নিয়ে ভয়ও কম। সিলেটের সীমান্তবর্তী এলাকার কয়েকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সিলেটের গ্রামে এখনো করোনার দাপট কম। এর কারণ হিসেবে তারা জানান, সিলেটের সীমান্তবর্তী গ্রামগুলোতে ভারত থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসে ঢুকতে পারেনি। আর শহর থেকে গ্রামে গিয়ে সংক্রমণের হারও কম। এছাড়া পর্যটন এলাকাগুলোতে মানুষের অবাধ যাতায়াত নেই। স্থলবন্দর কেন্দ্রিক কার্যক্রমও হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। ফলে সিলেটের গ্রাম এলাকা নিয়ে এখনো স্বস্তি বিরাজ করছে। গ্রামের মানুষকে করোনা সম্পর্কে সচেতন করা গেলে গ্রামকে করোনার ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে বলে জানান তারা। সার্বিকভাবে সিলেটের শহর কেন্দ্রিক করোনা পরিস্থিতি মোটেও ভালো না। শতকরা ২০ থেকে ২২ ভাগ হারে করোনা সংক্রমণ রয়েছে সিলেটে। এই সংক্রমণের মধ্যে শতকরা ১৬ ভাগই শনাক্ত হচ্ছে শহর কেন্দ্রিক। দিন দিন সংক্রমণের হারও বেড়ে চলেছে। সিলেটের হাসপাতালগুলোতেও বেড়েছে করোনা রোগীর চাপ। এ নিয়ে চিন্তিত সিলেটের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। স্বাস্থ্য বিভাগের তথ্য বিশ্লেষণ করে জানা গেছে- সিলেটে গত ১২ দিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২১৫ জন। এর মধ্যে সিলেট জেলাতেই আক্রান্ত হয়েছেন ৬৯২ জন রোগী। অপর তিন জেলার সংক্রমণের চেয়ে সিলেট জেলার সংক্রমণের হার সবচেয়ে বেশি। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন রোগী। এর মধ্যে ২৭ জনের মতো সিলেট জেলার বাসিন্দা। আর জেলার মধ্যে নগরেরই মৃত্যু হার সবচেয়ে বেশি। সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব রোগী মারা যান। মৌসুমি ফিভারের কারণে সিলেটে সর্দি-জ্বরের প্রকোপ থাকলেও সেটি ভয়াবহ নয়। সাধারন চিকিৎসাতেই রোগীরা সেরে উঠছেন। তবে, আক্ষেপ আছে করোনার নমুনা পরীক্ষা নিয়ে। সিলেটে করোনার নমুনা পরীক্ষার হার খুবই কম। সিলেটের চারটি ল্যাবে এখন করোনা পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে ১০০ থেকে ১২০ জন রোগী আক্রান্ত শনাক্ত হচ্ছেন। করোনা নমুনা পরীক্ষা আরও বেশি করে হলেও প্রকৃত চিত্র বেরিয়ে আসতো বলে মনে করে খোদ সংশ্লিষ্টরা। সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মোজয় দত্ত মানবজমিনকে জানিয়েছেন, সিলেটে গ্রাম পর্যায়ের উপসর্গে থাকা রোগীদের নমুনা পরীক্ষা হার খুবই কম। কখনো কখনো উপসর্গে ভুগতে থাকা রোগীরা নিজ থেকে এসে নমুনা পরীক্ষা করান না। গ্রামে পরীক্ষা বেশি করালে হয়তো প্রকৃত চিত্র পাওয়া যেতো। তবে এখনো সিলেটের গ্রাম এলাকায় করোনা তেমন ভাবে ছড়ায়নি। সিলেটের স্বাস্থ্য বিভাগের তরফ থেকে গ্রামে গ্রামে সচেতনতা বাড়ানোর জন্য প্রচারনা চালানো হচ্ছে। শহর থেকে গ্রামকে বিচ্ছিন্ন রাখতে পারলেও আরও বেশি সংক্রমণ কমানো সম্ভব হবে বলে জানান তিনি। সিলেটে করোনার সংক্রমণের হার উঠানামা করছে। মৃত্যুর বেলায়ও তাই। সিলেটে গতকাল নতুন করে মারা গেছেন ৫ জন রোগী। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯ জন। এবারের করোনা আরও বেশি শক্তিশালী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এরপরও সিলেটের চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় করোনা চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানিয়েছেন, এখনো দুশ্চিন্তার কিছুই নেই। সিলেটের করোনা পরিস্থিতির আর যাতে অবনতি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে। এজন্য স্বাস্থ্য বিভাগ, চিকিৎসক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ সচেতন হয়েই করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ প্রতিরোধই পারে গণহারে করোনা সংক্রমণ ঠেকাতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877