সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট মানবাধিকারকর্মী নিহত

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট মানবাধিকারকর্মী নিহত

স্বদেশ ডেস্ক:

আলা আল-সিদ্দিক, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট মানবাধিকারকর্মী এবং সমালোচক লন্ডনে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার আমিরাতের মানবাধিকারকর্মীরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আলা আল-সিদ্দিক যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা এএলকিউএসটির নির্বাহী পরিচালক ছিলেন। এএলকিউএসটি নামের এই সংস্থাটি আরব আমিরাত ও উপসাগরীয় অঞ্চলে স্বাধীনতা এবং মানবাধিকারের পক্ষে সরব ভূমিকা রাখে।

এক টুইট বার্তায় আলা আল-সিদ্দিকের সংস্থা এএলকিউএসটির পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর সমবেদনা জানানো হয়েছে।

আলা আল-সিদ্দিকের বাবা মোহাম্মদ আল সিদ্দিকও একজন বিখ্যাত মানবাধিকারকর্মী। ২০১৩ সাল থেকে তাকে আটক করে রেখেছে আমিরাত কর্তৃপক্ষ।

২০১২ সাল থেকে সিদ্দিক ও তার স্বামী আব্দুল রহমান বাজুবীর রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। ২০১১ ও ২০১২ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার আলা আল সিদ্দিকের বিরুদ্ধে কিছু অভিযোগ আনে, যেখানে বলা হয় তিনি রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ণ করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটকও করা হয়। এরপর যুক্তরাজ্যে পাড়ি দেন সিদ্দিক ও তার স্বামী আব্দুল রহমান।
সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877