স্বদেশ ডেস্ক:
দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ বছরে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে। অঞ্চলটিতে গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে।
জানা গেছে, ৪৪ জনের নমুনা সংগ্রহের পর পঞ্চগড়ের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের ছেলেসহ ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৫ জন, আটোয়ারীতে ৪ জন, বোদায় ১ জন এবং দেবীগঞ্জে ২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মেলে।
আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো ফজলুর রহমান। তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৭৩ জন। সুস্থ হয়েছে ৮১৮ জন। মারা গেছে ২০ জন।