স্বদেশ ডেস্ক:
ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএলই সবচেয়ে জনপ্রিয়। টাকাপয়সার দিক থেকেও ভারতের এই টুর্নামেন্টের ধারেকাছে নেই আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে পাকিস্তান ক্রিকেটের দু-একজন সাবেক খেলোয়াড় খেলার মানে তাঁদের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগকেই এগিয়ে রাখেন। এমনকি কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিও বলেছেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেসারদের মান সবচেয়ে ভালো। আজ জানাবো আইপিএলে-এর ‘সুপার স্টার’ অথচ পিএসএল-এর ‘ফ্লপ স্টার’ এমন ৫ জন তারকা ক্রিকেটারের কথা।
১) ক্রিস গেইল
কেকেআর, আরসিবি, পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামা ক্রিস গেইল আইপিএলে ১৪০টি ম্যাচ খেলেছেন। ৪০.২৪ গড়ে ৪৯৫০ রান সংগ্রহ করেছেন। তবে পাকিস্তান সুপার লিগে করাচি, লাহোর ও কোয়েটার হয়ে মাঠে নেমে ১৬টি ম্যাচে ২৩.১২ গড়ে মাত্র ৩৭০ রান করেন তিনি।
২) ব্রেন্ডন ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাকালাম কেকেআর, আরসিবি, সিএসকে, কোচি ও গুজরাটের হয়ে মাঠে নেমে আইপিএলের ১০৯টি ম্যাচে ১৩১.৭৪ স্ট্রাইক রেটে ২৮৮০ রান করেন। তবে পিএসএলে লাহোরের হয়ে ১৮টি ম্যাচে মাঠে নেমে ১১৪.৩৩ স্ট্রাইক রেটে মাত্র ৩১১ রান সংগ্রহ করেন।
৩) কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন আরসিবি পুণে, সাইনাইজার্স ও দিল্লির হয়ে মাঠে নেমে আইপিএলে ৩৬ টি ম্যাচ খেলে ৩৭.০৭ গড়ে ১০০১ রান করেন। পাকিস্তান সুপার লিগে ২৬ গড়ে তাঁর সংগ্রহ ৬১১ রান।
৪) আন্দ্রে রাসেল
কেকেআরের হয়ে ৮১টি ম্যাচে ১৬৮০ রান করেছেন রাসেল। উইকেট নিয়েছেন ৬৮টি। ব্যাটিং গড় ২৯.৪৭। স্ট্রাইক রেট ১৭৯.২৯। পিএসএলে মুলতান ও ইসলামাবাদের হয়ে ১২ গড়ে মাত্র ১৩৪ রান করেন রাসেল।
৫) ডোয়েন ব্র্যাভো
আইপিএলের ১৪৪টি ম্যাচে ১৫৬টি উইকেট নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। ইকনমি রেট ৮.৩৮। ২২.৮৭ গড় ও ১৩০ স্ট্রাইর রেটে ১৫১০ রান করেছেন তিনি। তবে লাহোর ও কোয়েট্টার হয়ে পিএসএলে ১৪টি ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন ও ১৪.৮৯ গড়ে মাত্র ১৩৪ রান সংগ্রহ করেন।