স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই মিশন শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। ভোর ৪টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভূঁইয়ারা।
আপাতত সরকারের স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন তারা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নয়, নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন করবেন ফুটবলাররা। তবে দলের সঙ্গে থাকা বিদেশি স্টাফরা হোটেলে আইসোলেশনে থাকবেন।
‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ওমানের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ৮ ম্যাচের ছয়টিতেই হারের লজ্জা পেয়েছে জেমি ডের দল। ড্র করেছে দুটি ম্যাচ। মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান বাংলাদেশ।
বাফুফে ঘোষিত ফিকশ্চার অনুযায়ী ২২ জুন থেকে পুনরায় লিগ শুরু হওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এ ছাড়া দেশে ফেরার পর বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে জাতীয় দলের ফুটবলারদের।