স্বদেশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে গান গেয়ে কুলফি বিক্রি করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে এক ব্যক্তি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়ালে গান গেয়ে কুলফি বিক্রি করছেন। যাকে এক নজরে দেখলে অনেকের ট্রাম্পের মতোই মনে হবে।
ডোনাল্ড ট্রাম্প যখন তার মেক্সিকো সীমান্তের সফর নিয়ে ব্যস্ত, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে তার মতো দেখতে এই পাকিস্তানি কুলফিওয়ালাকে নিয়ে হাসিঠাট্টা চলছে। কেউ তাকে ‘দেশি ট্রাম্প’ আখ্যা দিয়েছেন, কেউ আবার দাবি করেছেন পাক নাগরিক ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের থেকে ভালো গান গাইছেন।
যুক্তরাষ্ট্রে চাকরি হারানোর পরই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে কুলফি বিক্রি করছেন, এই মন্তব্যও এসেছে।