শুক্রবার, ২৪ মে ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে বিমান ঘাঁটির বিনিময়ে সহজে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ: প্রধানমন্ত্রী প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ যখন বাংলাদেশে পৌঁছতে পারে রাইসিকে শেষ বিদায় জানাতে ইরানে হাজারো মানুষের ঢল আ’লীগের দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন কখনোই পূরণ হবে না : মির্জা ফখরুল কলকাতায় আজীম হত্যা : যা জানালেন বন্ধু গোপাল বিশ্বাস যুক্তরাষ্ট্রের লাগাম টেনে ধরেছেন রিশাদ সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ গ্রেপ্তার হলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ভাই রাইসির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ টাকা ফেরত দিয়ে খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা
নিউইয়র্কে এবিসিএইস গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

নিউইয়র্কে এবিসিএইস গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

স্বদেশ ডেস্ক : “কমিউনিটি আমাদের সবার– আমরা রাখবো পরিস্কার“, এই স্লোগানকে সামনে রেখে নিউইয়র্ক সিটির রাস্তাঘাট পরিস্কার করার অভিযান শুরু করেছে অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প এবিসিএইচ)গ্রুপ। ১২ ই জুন শনিবার সকালে কুইন্সের জ্যাকসন হাইটসে এই শুভ কাজের উদ্বোধন করা হয়। ঐদিন জ্যাকসন হাইটস এবং তার আশেপাশে এলাকার রাস্তার দুইপাশের আবর্জনাটুকরো কাগজপ্লাস্টিকক্যান ইত্যাদি পরিস্কার করার কাজে অংশ নেয় সংগঠনের সদস্যরা । পরে তাদের দেখাদেখি স্থানীয় জনসাধারণকমিউনিটি নেতাব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ তাদের সাথে যোগ দেয়। জনসচেতনতা তৈরি ও সামাজিক কাজে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। গ্রুপের তিনজন এ্যাডমিন তরিকুল ইসলাম মিঠুজাহিদ করিম ও হাসান ভূঁইয়া জানান যেইদানিংকালে শহরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা সাধারণ ঘটনা হয়ে গেছে। মানুষের মাঝে নিজ নিজ কমিউনিটির প্রতি দায়িত্ববোধ কমে গেছে। এই কারণে তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। শুধুমাত্র নিউইয়র্ক সিটি পরিচ্ছন্ন কর্মীদের উপর ভরসা করে বসে না থেকে তারা নিজেদের কাজ নিজেরাই করার জন্য মানুষকে উৎসাহ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আরো জানান যেএবিসিএইচ গ্রুপের উদ্যোগে নিউইয়র্ক সিটির সকল বরোতে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নকরণ অভিযান চালানো হবে। উল্লেখ্য যে ফেসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে গড়ে ওঠা এবিসিএইচ সংগঠনটি নানাবিধ ব্যতিক্রমধর্মী কাজ করে ইতোমধ্যেই সারা আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ২০ হাজার বাংলাদেশি বংশোদ্ভুত মানুষ এই গ্রুপের সদস্য। প্রতিদিন শতশত মানুষ যুক্ত হচ্ছেন এই সংগঠনে।হাজার হাজার মানুষ এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সহযোগীতা পাচ্ছেন। কর্মসূচিতে যোগদেয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনতরিকুল ইসলাম মিঠু নিয়াজ মোহাম্মদ ভিকুশাহনেওয়াজ কোরেশী সোনিয়া আখতারফয়সল ভূইয়াখন্দকার রবিজাকির হোসেন জুয়েলমোহাম্মদ শহীদুল ইসলামসাইফুল ইসলাম রাকিবইকবাল হোসেনআবুল কাশেমনুরুজ্জামান বাবু প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877