স্বদেশ ডেস্ক : “কমিউনিটি আমাদের সবার– আমরা রাখবো পরিস্কার“, এই স্লোগানকে সামনে রেখে নিউইয়র্ক সিটির রাস্তাঘাট পরিস্কার করার অভিযান শুরু করেছে অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প ( এবিসিএইচ)গ্রুপ। ১২ ই জুন শনিবার সকালে কুইন্সের জ্যাকসন হাইটসে এই শুভ কাজের উদ্বোধন করা হয়। ঐদিন জ্যাকসন হাইটস এবং তার আশেপাশে এলাকার রাস্তার দুইপাশের আবর্জনা, টুকরো কাগজ, প্লাস্টিক, ক্যান ইত্যাদি পরিস্কার করার কাজে অংশ নেয় সংগঠনের সদস্যরা । পরে তাদের দেখাদেখি স্থানীয় জনসাধারণ, কমিউনিটি নেতা, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ তাদের সাথে যোগ দেয়। জনসচেতনতা তৈরি ও সামাজিক কাজে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। গ্রুপের তিনজন এ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু, জাহিদ করিম ও হাসান ভূঁইয়া জানান যে, ইদানিংকালে শহরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা সাধারণ ঘটনা হয়ে গেছে। মানুষের মাঝে নিজ নিজ কমিউনিটির প্রতি দায়িত্ববোধ কমে গেছে। এই কারণে তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। শুধুমাত্র নিউইয়র্ক সিটি পরিচ্ছন্ন কর্মীদের উপর ভরসা করে বসে না থেকে তারা নিজেদের কাজ নিজেরাই করার জন্য মানুষকে উৎসাহ দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আরো জানান যে, এবিসিএইচ গ্রুপের উদ্যোগে নিউইয়র্ক সিটির সকল বরোতে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নকরণ অভিযান চালানো হবে। উল্লেখ্য যে ফেসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে গড়ে ওঠা এবিসিএইচ সংগঠনটি নানাবিধ ব্যতিক্রমধর্মী কাজ করে ইতোমধ্যেই সারা আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ২০ হাজার বাংলাদেশি বংশোদ্ভুত মানুষ এই গ্রুপের সদস্য। প্রতিদিন শতশত মানুষ যুক্ত হচ্ছেন এই সংগঠনে।হাজার হাজার মানুষ এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সহযোগীতা পাচ্ছেন। কর্মসূচিতে যোগদেয়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তরিকুল ইসলাম মিঠু , নিয়াজ মোহাম্মদ ভিকু, শাহনেওয়াজ কোরেশী , সোনিয়া আখতার, ফয়সল ভূইয়া, খন্দকার রবি, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম রাকিব, ইকবাল হোসেন, আবুল কাশেম, নুরুজ্জামান বাবু প্রমুখ।