স্বদেশ ডেস্ক:
দ্বিতীয় দফা চীনের দেওয়া উপহারের ছয় লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান ঢাকার পথে রওনা হয়েছে। টিকা বহনকারী বিমানগুলো আজ রোববার বিকেল নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করবে।
ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান সংবাদমাধ্যমকে জানান, আজ সকালে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।
এর আগে, গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা বাংলাদেশে পাঠায় চীন। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় আরও ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে বলেন, ‘চীনের উপহারের ছয় লাখ টিকা আনতে আমরা দুটি সি-১৩০ প্লেন পাঠাচ্ছি। চাইনিজ কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে চিকিৎসাসামগ্রী দিচ্ছে। টিকা নেওয়ার পর উড়োজাহাজে যা জায়গা থাকবে, তাতে সেগুলো নিয়ে আসা হবে।’