স্বদেশ ডেস্ক:
একের পর এক ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তার হাতে এখন ছয়টি ধারাবাহিকের কাজ আছে বলে জানান তিনি। এর মধ্যে চলতি মাস থেকে মুসাফির রনির ‘সেন্টিমেন্টাল ফ্যামিলি’ ও শেখ নাজমুল হুদা ইমনের ‘কুল এইজ’ ধারাবাহিকের শুটিং শুরু করেছেন।
হিমির ভাষ্য, ‘বিভিন্ন টিভি চ্যানেলে আমার অভিনীত তিনটি ধারাবাহিক প্রচার হচ্ছে। এগুলো হলো- মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’, শামিম জামানের ‘প্রিয়জন’ ও সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’। এছাড়াও সামনে আরও কয়েকটি নতুন ধারাবাহিক প্রচারে আসবে। আপাতত সেসব নাটকের শুটিং নিয়েই ব্যস্ত আছি।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে মাঝে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলাম। এখন আবার কাজে নিয়মিত হয়েছি। অনেক সতর্কতা নিয়ে কাজ করছি। অনেক কাজ জমে আছে। ধারাবাহিকের পাশাপাশি বেশ ক’টি খণ্ড নাটকের কাজও করছি।’
হিমি জানান, ঈদের জন্য ‘গোলাপি এখন ট্রেনে’ শিরোনামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন বর্ন নাথ। এসবের বাইরে ডিজিটাল প্ল্যাটফরমের জন্যও কিছু কাজের কথা হচ্ছে।
ছোটপর্দার বাইরে এই গ্ল্যামারকন্যাকে ‘হঠাৎ দেখা’ শিরোনামের একটি সিনেমায় দেখা গেছে। সিনেমা নিয়ে তার পরিকল্পনার কথা জানতে চাইলে হিমি বলেন, ‘নতুন অনেক ছবিরই প্রস্তাব পাই। কিন্তু যে ধরনের গল্পে কাজ করতে আগ্রহী, সেটি পাচ্ছি না। তাই অপেক্ষায় আছি। যেকোনো সময় সুসংবাদ দিতে পারি।’