শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

এবার টার্গেট পূরণ করেই থামব

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১

বিনোদন ডেস্ক:

মিডিয়ায় শিশুশিল্পী হিসেবে প্রার্থনা ফারদিন দীঘির পথচলা শুরু হয়। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ৬ বছরে ৩৬টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগেই, নায়িকা হিসেবে দীঘির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এর একটি ‘তুমি আছো তুমি নেই’, অন্যটি ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে দীঘি বলেন, ‘করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে আপাতত শুটিং বন্ধ আছে। এর মধ্যে কিছুদিন আগে ‘শেষ চিঠি’ ওয়েব সিরিজের কাজটি শেষ করলাম। এটি নির্মাণ করছেন সুমন ধর। এতে আমার বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। ঢাকার বিভিন্ন জায়গায় আমরা টানা শুটিং করেছি। হাতে অনেকগুলো কাজ আটকে আছে। দেখা যাক কি হয়।’

শুনলাম, শরীরচর্চায় মন দিয়েছেন? উত্তরে তিনি বলেন, ‘তা বলতে পারেন। সবাই বলে আমি নাকি মোটা হয়ে গেছি। তাই একটু চিকন হওয়ার চেষ্টা করছি। সপ্তাহে পাঁচ দিন আর দৈনিক প্রায় দুই ঘণ্টা জিম করছি। এবার টার্গেট পূরণ করেই থামব।’

সম্প্রতি ভক্তদের জন্য অফিসিয়াল ফ্যান পেজ খুলেছেন এই অভিনেত্রী। তার ফেসবুক পেজের নাম প্রার্থনা দীঘি। দীঘি ভাষ্য, ‘অনেক বছর ধরেই আমি ফেসবুক ব্যবহার করছি। তবে আমার কোনো ফ্যান পেজ ছিল না। কিন্তু ফেসবুকে আমার নামে অসংখ্য ফ্যান পেজ আছে। যেখানে লাইক ও ফলোয়ারের সংখ্যাও অনেক। ভুয়া এই পেজগুলোর কারণে আমি নিজেও বেশ বিব্রত। ভক্ত-দর্শকরা যেন আর বিভ্রান্তির মধ্যে পড়ে সে কারণে নিজেই পেজটি খুললাম।’

তিনি আরও বলেন, ‘দর্শকদের কাছাকাছি যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়া বড় একটা মাধ্যম। দীঘিকে নিয়ে তার ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে। তারা সবসময়ই আমার সবশেষ খবরাখবর জানতে চান। এই ফ্যান পেজের মাধ্যমে ভক্তদের সেই চাওয়াটা পূরণ হবে।’

এদিকে, এই তারকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন। এতে তাকে দেখা যাবে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। পাশাপাশি আরও কিছু সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা চলছে বলেও জানান দীঘি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ