স্বদেশ ডেস্ক:
ভারতে করোনাভাইরাসে একদিনে আরও ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত প্রায় ৮৫ হাজার।
এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৩ লাখ ৬৭ হাজার ছাড়ালো। মোট আক্রান্ত ২ কোটি ৯৪ লাখের কাছাকাছি।
এরমধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার মানুষের। এরপরই অবস্থান তামিলনাড়ুর। দক্ষিণের রাজ্যটিতে প্রাণ গেছে সাড়ে ৩০০ মানুষের।
অন্যদিকে কর্নাটক আর কেরালায় এ সংখ্যা ১৯৪। প্রাণহানির সংখ্যা কমছে রাজধানী দিল্লিতে। একই চিত্র উত্তর প্রদেশেও।