স্বদেশ ডেস্ক: ঢাকার সদরঘাটে টার্মিনালের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে পুলিশের এক এসআই’র মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদরঘাট টার্মিনালের ৮নং পন্টুনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই এসআই’র নাম শাওলিন আকিব (২৮)। তিনি যাত্রাবাড়ির কাজীর গাও এলাকার বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের এসআই মো. শহিদ জানান, নিহত শাওলিন আকিব ঢাকা জেলা এসবিতে কর্মরত ছিলেন। বরিশাল থেকে লঞ্চে করে আসা্ তার আত্মীয়কে রিসিভ করতে আজ সকালে তিনি সদরঘাটে যান। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে পন্টুন পিচ্ছিল ছিল। পন্টুনে আসলে অসতর্কতাবসত পা পিছলে নদীতে পড়ে যান আকিব।
তিনি আরও জানান, নদীতে পড়ে গেলে আকিবের মাথার পেছনে আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন। পরে তার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।