স্বদেশ ডেস্ক: সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে বজ্রাঘাতে সাজেদা আক্তার সাথী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী ও আল-আমিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলামপুর গ্রামের আনু ফরাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় সাজেদা আক্তার ও আল-আমিন বাড়ির দরজায় অবস্থান করছিল। সেখানেই তারা বজ্রপাতের কবলে পড়ে। পরে তাদেরকে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাজেদা আক্তার সাথী আলামপুর গ্রামের মো. সোলেমানের মেয়ে ও কাটাখিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অপরদিকে আল-আমিন উপজেলার চরসাহাভিকারী গ্রামের মো. বাহারের ছেলে।
বগাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল জানান, মৃত সাজেদা ও আল-অমিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন হয়, আল-আমিন আলামপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকনও মাদ্রাসাছাত্রীসহ বজ্রাঘাতে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।