স্বদেশ ডেস্ক:
জুন মাস এলেও এখনো বর্ষার বৃষ্টি শুরু হয়নি। তবে বর্ষার আগ মুহূর্তে গত কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। অবশ্য গত দুই দিন তুলনামূলক কম বৃষ্টি হলেও ফের বৃষ্টি বাড়ার আভাস মিলেছে।
এদিকে, আজ শনিবার ভোর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সকাল সাড়ে ৭টার পর থেকে মেঘের গর্জন শুরু হয়। আর ৮টার পরপরই বৃষ্টি শুরু হয়েছে ঢাকায়। বেশ জোরেশোরেই বৃষ্টি হচ্ছে। পাশাপাশি বাতাস ও বজ্রপাতও হচ্ছে। তবে সকালের এই বৃষ্টিতে কিছুটা বিপাকে পড়েছেন অফিসমুখী মানুষ।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমতে পারে।
ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগে, গত ১ জুনের বৃষ্টিতে ঢাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। কোনো কোনো রাস্তায় বৃষ্টির পানি ১৮ ঘণ্টার বেশি ছিল। এই বৃষ্টিতে ঢাকায় চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। আজকের বৃষ্টিতেও ঢাকার রাস্তায় পানি জমতে শুরু করেছে।