স্বদেশ ডেস্ক:
বরগুনার তালতলীতে গণধর্ষণের অভিযোগে তরুণীর দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তালতলী থানা পুলিশের যৌথ অভিযানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লেবুপাড়া এলাকা থেকে বুধবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন- মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি রুবেল (২৮) ও চার নম্বর আসামি জাহিদুল ইসলাম (২১)।
তদন্ত কর্মকর্তা ও তালতলী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, ৩১ মার্চ তালতলীর সোনাকাটা টেংরাগিরি-ইকোপার্কের বনে দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই তরুণী। পরদিন তালতলী থানায় ওই তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করে।