রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ অপরাহ্ন

স্যালাইন দিয়ে করোনা পরীক্ষা

স্যালাইন দিয়ে করোনা পরীক্ষা

স্বদেশ ডেস্ক:

স্যালাইন দিয়ে সহজে করা যাবে করোনা পরীক্ষা- এমনটাই দাবি করছেন একদল বিজ্ঞানী। বলা হচ্ছে, বর্তমানে আরটি-পিসিআর পদ্ধতির চেয়ে নতুন উদ্ভাবিত এ পদ্ধতি অনেক সহজ। মুখে নিয়ে কুলি করা স্যালাইনের পানি থেকেই তিন ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার ফলও পাওয়া সম্ভব।

নতুন এ পদ্ধতির উদ্ভাবক ভারতের নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী কৃষ্ণ খৈরনারের নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী। নতুন পদ্ধতিকে অনুমোদনও দিয়েছে আইসিএমআর। নতুন পদ্ধতিতে কীভাবে করোনা পরীক্ষা করা হবে, তা নিয়ে টুইটারে একটি ভিডিও পোস্ট করেন খৈরনার।

তিনি জানান, এ পদ্ধতিতে যে কেউ নমুনা সংগ্রহ করতে পারেন। একটি টিউবের মধ্যে রাখা থাকবে স্যালাইনের পানি। ওই পানি মুখে নিয়ে ১৫ সেকেন্ড ধরে কুলকুচা করতে হবে। এর পর তা ওই টিউবেই রাখতে হবে। ওই নমুনা ল্যাবে নিয়ে অন্য একটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় আধাঘণ্টার মতো রেখে দিতে হবে। তার পর নমুনাটি ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছয় মিনিট ধরে ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে। আর তা থেকে সহজেই জানা যাবে, সংশ্লিষ্ট ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877