রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন

উইপোকা খাচ্ছে মাধ্যমিকের ১০ টন পাঠ্যপুস্তক

উইপোকা খাচ্ছে মাধ্যমিকের ১০ টন পাঠ্যপুস্তক

স্বদেশ ডেস্ক:

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দুটি হল রুমে পড়ে রয়েছে মাধ্যমিকের ১০ টন বই। দীর্ঘ দিন পড়ে থেকে নষ্ট হলেও এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেই কর্তৃপক্ষের।

নিচ তলার পূর্ব পাশের রুমের জানালার পাল্লা না থাকায় বই ভিজছে বৃষ্টির পানিতে। বছর বছর অবহেলায় মেঝেতে পড়ে থাকায় তা খাচ্ছে উইপোকায়।

ভবনটির দুই রুমে ২০২০ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচিতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ইংলিশ ফর টুডে, ইসলাম ও নৈতিক শিক্ষা। অষ্টম শ্রেণীর ইংরেজী গ্রামার অ্যান্ড কম্পোজিশন, বিজ্ঞান। নবম-দশমের জীববিজ্ঞান, ক্যারিয়ার শিক্ষা, ইংরেজি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতাসহ মাদরাসা ও কারিগরী শিক্ষার বিভিন্ন বই ছড়িয়ে রয়েছে।

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে পড়ে থাকা বই সম্পর্কে অধ্যক্ষ এম আবুল বাসার মোল্লা জানান, রুম দু’টি মাধ্যমিকের বই-পুস্তক রাখার জন্য ব্যবহার হতো। তবে স্থান পরিবর্তন করে বয়রায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু এই জায়গা থেকে বইগুলো সরানো হয়নি। দায়িত্বশীলদের এ বিষয়ে জানানো হয়েছে, কিন্তু তারা পদক্ষেপ নেয়নি।

মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মোমিন জানান, ২০১০ সাল থেকে ওখানে বই রাখা হচ্ছে। ১৬ থেকে ২০ শিক্ষাবর্ষের বই পড়ে রয়েছে সেখানে।

নষ্ট হতে থাকা বইয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, পুরাতন বই তারা বিক্রি করে দেয়, তবে এখন পর্যন্ত বই বিক্রির বিষয়ে নির্দেশনা আসেনি।

এ ব্যাপারে খুলনা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন জানান, আগে ওখানেই মাধ্যমিকসহ মাদরাসা ও কারিগরী শিক্ষার বই-পুস্তক রাখা হতো। এখন বয়রা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রাখা হচ্ছে। কিছু পুরাতন বই আগের জায়গায় রয়েছে। তবে সেগুলো পলিথিন বিছিয়ে মেডিসিন দিয়ে রাখতে বলা হয়েছিল।

বইগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানালে তিনি বলেন, ‘থানা পর্যায়ের দায়িত্বশীলের সাথে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877