স্বদেশ ডেস্ক:
খুলনায় কেয়ারেন্টিনে থাকা ভারতফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে উঠেছে নিরাপত্তার দায়িত্বে থাকা নগর পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমান। এ ঘটনায় আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে সকালে ওই তরুণী বাদী হয়ে খুলনা সদর থানায় মোকলেসুর রহমানকে বিবাদী করে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই তরুণীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী ৪ মে ভারত থেকে এসে খুলনার পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি)এএসআই মোকলেছুর রহমান ১ মে থেকে ওই সেন্টারের দায়িত্ব পালন শুরু করেন। নতুন পরিচয়ের সুবাদে গত ১৪ মে মোকলেছুর রহমান সুযোগ বুঝে ওই তরুণীকে ধর্ষণ করেন।
কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’