মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

আকাশে খুলে গেল বিমানের চাকা, এরপর যা হলো

আকাশে খুলে গেল বিমানের চাকা, এরপর যা হলো

স্বদেশ ডেস্ক:

ভারতে গুরুতর রোগী বহন করা একটি এয়ার অ্যাম্বুলেন্সের চাকা মাঝ আকাশে খুলে পড়ে। পরে বুকে ভর দিয়ে জরুরি অবতরণ করে বিমানটি। এতে রক্ষা পায় বিমানে থাকা দুই কর্মী, এক রোগী, তার স্বজন এবং এক চিকিৎসকের জীবন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানায়, গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নাগপুর থেকে হায়দ্রাবাদে যাওয়ার পথে ‘বিচক্রাফট ভিটি-জেআইএল’ বিমানটির চাকা আকাশেই খুলে পড়ে। পরে এটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চায়।

জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাখা হয় দমকল বাহিনী ও চিকিৎসক দল। সতর্কতা হিসেবে রানওয়েতে ছড়িয়ে দেওয়া হয় ফোম। যাতে করে অবতরণের পর বিমানটিতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি কমে যায়। পরে অবশ্য নিরাপদেই বিমানটি অবতরণ করতে সক্ষম হয়। বিমানের সব আরোহীকেই নিরাপদে বের করে আনা হয়। জরুরি অবতরণের পর মুম্বাই বিমানবন্দরের নির্ধারিত সব ফ্লাইট সময়সূচি মেনেই চলাচল করে বলে জানায় এনডিটিভি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877